Rural Microenterprise Transformation Project (RMTP Project)

Rural Microenterprise Transformation Project (RMTP Project)

 

 

সদস্য হওয়ার যোগ্যতা, ঋণী নির্বাচন, সঞ্চয় আদায়, ঋণের সিলিং, ঋণ বিতরন, অনুমোদন ও আদায় প্রক্রিয়াঃ

এর ঋণ কার্যক্রমের আওতায় আগ্রহী উদ্যোক্তাগন সংস্থায় কমপক্ষে ০৫ বার ঋণ গ্রহণ ও পরিশোধের সন্তোষজনক অভিজ্ঞতা থাকতে হবে। অর্থ্যাৎ একজন সফল উদ্যোক্তা নুন্যতম ৬ষ্ট দফায় ঋণ পাওয়ার জন্য বিবেচিত হবেন। উদ্যোক্তা ৬ষ্ঠ বা তার অধিক দফায় ঋণ গ্রহন করলেও জগঞচ ঢ়ৎড়লবপঃ এ দফা হবে ১ম। তাছাড়া উদ্যোগটির ধারাবাহিকভাবে সম্প্রসারিত হওয়ার বিষয় এবং উদ্যোগটিতে নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টিও বিবেচ্য হবে।

(১). এর ঋণ সিলিং হবে ১০০১০০০/- টাকা হতে ৩০০০০০০/- টাকা পর্যন্ত।

(২). এর ঋণ কার্যক্রমের ক্ষেত্রে ঋণ বিতরন ও আদায় সম্পূর্নভাবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে। কোন অবস্থাতেই নগদে বা বেয়ারার চেকে বিতরন বা কিস্তি আদায় করা যাবে না। এ্যকাউন্ট পেয়েই চেকে লেনদেন করতে হবে।

(৩). এর ঋণী নির্বাচন, সঞ্চয় আদায়, অনুমোদন প্রক্রিয়া, বিতরন প্রক্রিয়া, ঋণের মেয়াদ, কিস্তি সংখ্যা এবং আদায় প্রক্রিয়ার ক্ষেত্রে সংস্থার অগ্রসর ঋণ কার্যক্রমের নীতিমালা অনুসরন করতে হবে। তবে মেয়াদের ক্ষেত্রে ০১ বছর হলে সংস্থা ও সদস্য উভয়ের জন্য ভাল।

 

RMTP Project এর ঋণের খাত সমূহঃ

  • বিশেষায়িত এ ঋণ দ্রুত সম্প্রসারনশীল গ্রামীন ক্ষুদ্র উদ্যোগে বিতরন করা যাবে।
  • প্রকল্পের আওতায় অপেক্ষাকৃত বড় আকারের প্রাথমিক পণ্য (Primary goods) উৎপাদানকারী, উৎপাদক পণ্য/মধ্যবর্তী পণ্য (Intermediary goods) উৎপাদনকারী, দ্রæত সম্প্রসারনশীল চূড়ান্ত পণ্য (Final goods) উৎপদনকারী, পণ্য প্রক্রিয়াজাতকারী ও সংরক্ষণকারী, ব্যবসাগুচ্ছে ব্যবসা উন্নয়ন পরিসেবা/কমন সার্ভিস প্রদানকারী, কৃষি উপকরন/প্রযুক্তি সরবরাহকারীদের ও দ্রুত সম্প্রসারনশীল উদ্যোগগুলোকে অগ্রাধিকার দিতে হবে।
  • কর্ম এলাকায় বিদ্যমান ব্যবসাগুচ্ছসমূহকে প্রধান্য দিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে।
  • সরকার ঘোষিত নিষিদ্ধ কর্মকান্ড এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এমন কর্মকান্ডে বিতরন করা যাবেনা।