MFCE Project

MFCE Project

 

 

এর সদস্য ভর্তি, ঋণী নির্বাচন, সঞ্চয় আদায়, ঋণ সিলিং, অনুমোদন প্রক্রিয়া, বিতরন প্রক্রিয়া, ঋণের মেয়াদ, কিস্তি সংখ্যা এবং আদায় প্রক্রিয়ার ক্ষেত্রে সংস্থার অগ্রসর ঋণ কার্যক্রমের নীতিমালা অনুসরন করতে হবে।

 

তাছাড়াও ঋণ বিতরনের ক্ষেত্রে  নিম্নোক্ত  বিষয়সমূহ অনুসরন করতে হবে ঃ

  • কর্ম এলাকায় বিদ্যমান ব্যবসাগুচ্ছসমূহকে প্রধান্য দিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে।
  • ঋণ বিতরনের ক্ষেত্রে Manufacturing/Processing খাতকে অগ্রাধিকার দিতে হবে।
  • ঋণ বিতরনকৃত প্রত্যেকটি ক্ষুদ্র ঋদ্যোগে সৃষ্ট পারিবারিক ও মজুরি ভিত্তিক কর্মসংস্থানের তথ্য সংরক্ষন করতে হবে।
  • প্রকল্পের অর্থায়নকারী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) কর্তৃক নিষিদ্ধ কর্মকান্ডে বিতরন করা যাবেনা। তাছাড়া এডিবি কর্তৃক চিহ্নিত পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এমন কর্মকান্ডে বিতরন করা যাবেনা।
  • MFCE Project এর জন্য পৃথক ঋণ বিতরন রেজিষ্টার ব্যবহার করতে হবে।