HOUSE FOR ALL

সবার জন্য বাসস্থান প্রকল্প

 

লক্ষীপুর জেলার রামগতি উপজেলায় ২০১৭-১৮ অর্থবছরে সবার জন্য বাসস্থান প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক সংস্থার অনুকূলে ঋণ কর্মসূচির হিসাবে মোট ১৩৭টি ঘর বাস্তবায়নের জন্য ৯৫ লক্ষ ৯০ হাজার টাকা অনুমোদন করেছে। তন্মধ্যে ১ম পর্যায়  ৪৫ টি ঘর নির্মাণ ঋণ বাবত ৩১,৫০,০০০ ঋণ তহবিলএবং২য় পর্যায় ৪৬ টি ঘর নির্মাণ ঋণ বাবত ৩২,২০,০০০ ঋণ তহবিল সংস্থার নামে সরবরাহ করা হয়েছে।সর্বমোট ৯১টি ঘর বাস্তবায়ন করা হয়েছে যার প্রাপ্ত তহবিল ৬৩,৭০,০০০/- টাকা। বর্তমানে ঋণের কিস্তি আদায় হচ্ছে। সর্বোচ্চ ৫ বৎসর মেয়াদের মধ্যে উক্ত ঋণ নির্ধারিত সার্ভিসচার্জ সংযুক্ত করে মাসিক কিস্তিতে ঋণ আদায় করা হবে। উপজেলা স্টীয়ারিং কমিটি’র সহযোগিতা ও প্রয়োজীয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ঋণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। আগষ্ট-২৩  হিসাব অনুযায়ী  প্রদত্ত ঋণের সার্ভিস চার্জসহ মোট ৫৬৯৫২৫৯/-  টাকা আদায় হয়েছে। বর্তমানে ঋণস্থিতি মোট  ১৪১৭০৭৩/- টাকা ঋণ গ্রহীতাদের মধ্যে রয়েছে।

 

গৃহায়ন মজিববর্ষ:সংস্থার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে গৃহায়ন মজিববর্ষ প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক সংস্থার অনুকূলে ঋণ কর্মসূচির হিসাবে মোট ২০০টি ঘর বাস্তবায়নের জন্য ২৬০,০০,০০০/- টাকা অনুমোদন করেছে। তন্মধ্যে ১ম পযায় ১০০ টি ঘর নির্মাণ ঋণ বাবত ১৩০,০০,০০০/- ঋণ তহবিলএবং ২য় পর্যায় ১০০ টি ঘর নির্মাণ ঋণ বাবত ১৩০,০০,০০০/- টাকা ঋণ তহবিল সংস্থার নামে সরবরাহ করা হয়েছে।সর্বমোট ২০০টি ঘরের জন্য ১৩০০০০/-  টাকা হারে ২০০টি ঘরের নির্মাণ খাতে সর্বমোট ২৬০,০০,০০০/-  টাকা ব্যয় হয়েছে।   বর্তমানে ঋণের কিস্তি আদায় হচ্ছে। সর্বোচ্চ ৫ বৎসর মেয়াদের মধ্যে উক্ত ঋণ নির্ধারিত সার্ভিসচার্জ সংযুক্ত করে মাসিক কিস্তিতে ঋণ আদায় করা হবে। উপজেলা স্টীয়ারিং কমিটি’র সহযোগিতা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ঋণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। আগষ্ট-২৩  হিসাব অনুযায়ী বর্তমানে ঋণস্থিতি মোট  ২১,৯২৫,৭২১/-টাকা ১৯৮ জন ঋণ গ্রহীতাদের মধ্যে রয়েছে।