Learning and Innovation Fund to Test New Ideas (LIFT)

জমি লীজ ঋণ পাইলট প্রকল্প  LIFT

 

ভূমিকাঃ পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ঋণ সহায়তায় ফের্রুয়ারী ২০১১ সাল থেকে সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচী জমি লীজ ঋণ পাইলট প্রকল্প ঋণ কর্যক্রম শুরু হয়।বর্তমানে সংস্থার কর্মএলাকায় ৫ টি শাখা এর মাধ্যমে LIFT নামে এই ঋণ কর্মসূচী বাস্তবায়ন করছে।৩০ আগষ্ট ২৩ ইং তারিখের তথ্য অনুযায়ী ২২৯ টি সমিতিতে ৬৮৯ জন সদস্য ও ৭০১ জন ঋণীর মধ্যে সঞ্চয় জমা ও ক্ষুদ্র অর্থায়ন পরিচালিত হচ্ছে। ৩০ আগষ্ট ২৩ ইং তারিখের তথ্য অনুযায়ী ২২৯ টি সমিতির ৬৮৯ জন সদস্য ও ৭০১ জন ঋণীর মধ্যে ১৭,৫০৭,১২০/- টাকা ঋণস্থিতি রয়েছে। LIFT সদস্যদের ৮৮৩০৭৬২/-টাকা সঞ্চয়স্থিতি ঋণ কর্মসূচীর মধ্যে রয়েছে।

জমি লীজ ঋণ ব্যবহারের মাধ্যমে ভূমিহীন দরিদ্র ক্ষেতমজুর ও ক্ষুদ্র চাষীগণ উৎপাদিত পণ্যেও ন্যায্য অংশ প্রাপ্ত হয়ে লাভবান হচ্ছে।এই ধারা অব্যাহত রেখে কৃষিজ পন্য উৎপাদনে লাভবান হয়ে তারা তাদের দারিদ্রতা বিমোচন করতে সক্ষম হচ্ছে। ফলে তারা কৃষি জমির মালিক হচ্ছে।প্রতি বছর এই ঋণ কর্মসূচী দরিদ্র  কৃষি দিনমজুর ও কৃষকদের ও মধ্যে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।