Agrosor/ME

অগ্রসর/এম. ই ঋণ কর্মসূচির উদ্দেশ্য

 

এই ঋণ কর্মসুচি বাস্তবায়নের মাধ্যমে সংস্থার দল/সমিতিভুক্ত ও কর্ম এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী উৎপাদনকারি ও সরবরাহকারিগন তারা তাদের ব্যবসাকে আরও বৃদ্ধি ও উন্নয়ন সাধনের লক্ষ্যে উদ্যোক্তাদের পূঁজির সহিত প্রয়োজনীয় মূলধন এর সমন্বয় ঘটিয়ে চলমান ব্যবসাকে আরও গতিশীল করা, উৎপাদন বৃদ্ধি ও উৎপাদনমুখী নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা, সেবার মান বৃদ্ধি, বেকারত্ব দুর করা, আয় বৃদ্ধি ও জীবন যাত্রার মান উন্নয়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা।

ঋণের খাত সমূহঃ

অগ্রসর ঋণ খাতপ্রকল্প সমুহঃ

উৎপাদন মুখী প্রকল্পঃ - ক্ষুদ্র কুঠির শিল্প (কামার, কুমার, তাঁতশিল্প, সাবান তৈরি ফেক্টরি, ক্ষুদ্র গার্মেন্টস ইত্যাদি)

- নির্মাণ ও মেরামতকারি প্রতিষ্ঠান (ওয়ার্কসপ, সেলাই কারখানা, কার্পেন্টার ইত্যাদি)

- রাইচমিল, পাওয়ার টিলার, গরু মোটাতাজাকণ, গাভি পালন, পোল্ট্রি, মৎস্য খামার, লাইভ স্টক, নার্সারি ইত্যাদি।

- ক্ষুদ্র ব্যবসা প্রকল্প, সেবা প্রকল্প।

প্রক্রিয়া জাত প্রকল্পঃ বেকারি প্রতিষ্ঠান, মাছের খাদ্য, গরুর খাদ্য, পোল্ট্রির খাদ্যসহ সকল প্রক্রিয়াজাতকরণ ব্যবসা হোটেল ব্যবসা।

আয়বর্ধন মূলক প্রকল্পঃ মুদি ব্যবসা, ক্ষুদ্র গার্মেন্টস, রাইচ মিল, পাওয়ার টিলার।

সেবা খাতঃ নির্মাণ ও মেরামতকারি প্রতিষ্ঠান, ফার্মেসী, ডায়াগনস্টিক সেন্টার।

ট্রেডিং খাতঃ বাজারের যে কোন ধরনের বৈধ ব্যবসা।

  

           আগ্রসর উদ্যোক্তা আতাউরের গাভীর খামার                                                                 অগ্রসর উদ্যোক্তা তুহিনের মৎস্য খামার